নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ | প্রিন্ট | 126 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৭ জুলাই বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন কোম্পানি চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমদ, পরিচালনা পর্ষদের পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ, সবিতা ফেরদৌসী, শারমিন নাসির, দিলরুবা শারমিন, এন সি রুদ্র, স্বতন্ত্র পরিচালক মো. ইউসুফ আলী হাওলাদার, মো. আহসান ইবনে কবির, মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এ এন এম ফজলুল করিম মুন্সী ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা। সভা সঞ্চলনা করেন কোম্পানি সচিব এফ জে এম হাফিজা সুলতানা ।
সভায় ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা রাখেন পরিচালনা পর্ষদ ও বিনিয়োগকারীরা। এতে দেখা যায়, আলোচ্য বছরে কোম্পানির গ্রস প্রিমিয়াম বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৯ কোটি ১ লাখ টাকা, যা ২০২১ সালে ছিল ৫২ কোটি ৩ লাখ টাকা। এর মধ্যে নিট প্রিমিয়ামের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ কোটি ৩০ লাখ টাকা, যা আগের বছর ছিল ৩৪ কোটি ৩ লাখ টাকা। তবে সমাপ্ত বছরে প্রতিষ্ঠানটি অবলিখন মুনাফা কমেছে। আলোচ্য ২০২২ সালে অবলিখন মুনাফা দাঁড়িয়েছে ৬ কোটি ৬৬ লাখ টাকা, যা আগের বছর ছিল ৯ কোটি ৫২ লাখ টাকা।
আবার মোট সম্পদ আগের বছরের তুলনায় বাড়লেও ও সর্বমোট বিনিয়োগ কিছুটা কমেছে। আলোচ্য বছরে মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৬৯ কোটি ১১ লাখ টাকা, যা ২০২১ সালে ছিল ১৬৫ কোটি ৭৭ লাখ টাকা এবং সর্বমোট বিনিয়োগ এর পরিমাণ দাঁড়িয়েছে ১০৬ কোটি ৮৭ লাখ টাকায়, যা আগের বছর ছিল ১০৮ কোটি ৬ লাখ টাকা।
বিদায়ী বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কিছুটা কমলেও শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) ২০২১ সালের তুলনায় বেড়েছে। আলোচ্য বছরে ইপিএস দাঁড়িয়েছে ১.৮৬ টাকা, যা আগের বছর ছিল ২.৩৭ টাকা এবং এনএভি দাঁড়িয়েছে ২০.৭২ টাকা, যা ২০২১ সালে ছিল ২০.১৯ টাকা। বছর সমাপান্তে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পরিচালনা পর্ষদ। বার্ষিক সাধারণ সভার অন্যান্য কর্মসূচির সাথে যা বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন লাভ করে।
Posted ৫:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
bankbimaarthonity.com | rina sristy