নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৩ অক্টোবর ২০২১ | প্রিন্ট | 444 বার পঠিত
মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছেশেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের শেয়ার দর ডিএসইর তদন্ত নোটিশের জবাবে এমনটিই জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সম্প্রতি প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ১২ অক্টোবর কোম্পানিটিকে একটি তদন্ত নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ১৪ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ৬৩ টাকা ৪০ পয়সা । ১২ অক্টোবর কোম্পানিটির শেয়ার দর ৯০ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়।
কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
Posted ১০:২৩ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ অক্টোবর ২০২১
bankbimaarthonity.com | saed khan