নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ | প্রিন্ট | 282 বার পঠিত
কারখানার সিভিল কনস্ট্রাকশনের কাজ এবং যন্ত্রপাতি স্থাপনের কাজ সম্পন্ন করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সেসরিজ। পরীক্ষামূলক উৎপাদন শুরুর পর গত ২৪ অক্টোবর কোম্পানিটি কার্টুন বক্সের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির অটোমেশিন স্থাপনের পর বিদ্যমান উৎপাদন থেকে বছরে অতিরিক্ত ৩০ লাখ পিস বা ১৫% কার্টুন বক্স উৎপাদন বাড়বে। এতে কোম্পানিটির মাসে অতিরিক্ত বিক্রয় রাজস্ব হবে ২ কোটি ৮ লাখ ৩০ হাজার টাকা। আর বছর শেষে রাজস্ব দাঁড়াবে ২৫ কোটি টাকা।
উল্লেখ্য, কোম্পানিটি ২০২০ সালের ১৪ অক্টোবর এই প্রকল্পে ১৪ কোটি ৪৫ লাখ টাকা বিনিয়োগের খবর জানিয়েছিল।
Posted ১১:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
bankbimaarthonity.com | saed khan