নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট | 290 বার পঠিত
আগামী ৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য ক্রিস্টাল ইন্স্যুরেন্সের লটারির ড্র। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ওই দিন বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির লটারির ড্র অনুষ্ঠিত হবে।
জানা গেছে, কোম্পানিটির আইপিওতে গত ১০ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। এর আগে ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৭৪১তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।
কোম্পানিটি অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা সংগ্রহ করবে। এর মধ্যে ৮ কোটি টাকা এফডিআর, ৬ কোটি ৯২ লাখ ৭১ হাজার ৫০০ টাকা ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ ও ১ কোটি ৭ লাখ ২৮ হাজার ৫০০ টাকা দিয়ে আইপিও খরচ পরিচালনা করা হবে।
ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ২০১৯ সালে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৯২ টাকা। আর ২০১৯ সালের ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) রয়েছে ২৪.৪২ টাকা।
উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট।
Posted ৪:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan