নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০ | প্রিন্ট | 439 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার দর বাড়ার বা গেইনার তালিকায় শীর্ষে উঠে এসেছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। এদিন এ ফান্ডের ইউনিটের দর বেড়েছে ১০ শতাংশ বা ৯০ পয়সা। আজ এ ফান্ডের প্রতিটি ইউনিট ৯ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। এদিন ফান্ডের ইউনিটের দর ৯ টাকা ৫০ থেকে ৯ টাকা ৯০ পয়সায় ওঠানামা করে। আজ এ ফান্ডের মোট ৩০ লাখ ৩৫ হাজার ৯২টি ইউনিট ৩৮৮বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২ কোটি ৯৯ লাখ ৬০ হাজার টাকা। ‘এ’ ক্যাটাগরির ফান্ডটি ২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর পরিশোধিত মূলধন ৬৬ কোটি ৮৫ লাখ ৩০ হাজার টাকা। এ ফান্ডের ৬ কোটি ৬৮ লাখ ৫৩ হাজার ৫০০টি ইউনিটের মধ্যে ৭৪.৭৯ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১.০৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ২৪.১৮ শতাংশ সাধারণ ইউনিটহোল্ডারদের কাছে রয়েছে।
নিচে আজকের গেইনার তালিকা দেয়া হলো:
Top Ten Gainer Considering Close Price & YCP on Aug 18, 2020 at 14:51:45
|
# | TRADING CODE | CLOSEP* | HIGH | LOW | YCP* | % CHANGE |
1 | CAPMIBBLMF | 9.9 | 9.9 | 9.5 | 9.0 | 10 |
2 | KDSALTD | 52.8 | 52.8 | 48.4 | 48.0 | 10 |
3 | BEXIMCO | 23.0 | 23.1 | 21.0 | 21.0 | 9.5238 |
4 | EXIM1STMF | 6.0 | 6.0 | 5.7 | 5.5 | 9.0909 |
5 | NORTHRNINS | 28.9 | 29.3 | 27.0 | 26.8 | 7.8358 |
6 | SEMLFBSLGF | 11.6 | 11.8 | 10.9 | 10.8 | 7.4074 |
7 | NAVANACNG | 43.9 | 45.0 | 40.2 | 41.2 | 6.5534 |
8 | REPUBLIC | 38.5 | 39.0 | 36.2 | 36.2 | 6.3536 |
9 | GEMINISEA | 174.8 | 177.0 | 166.0 | 165.3 | 5.7471 |
10 | EASTLAND | 30.4 | 30.7 | 28.9 | 28.8 | 5.5556 |
Posted ৫:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | saed khan