| মঙ্গলবার, ০২ মে ২০২৩ | প্রিন্ট | 145 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (০২ মে) ডিজিটাল প্লাটফর্মে সকাল ১১ টায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গ্রামীণফোনের বোর্ড চেয়ারম্যান ইয়র্গেন সি অ্যারেন্টজ রোস্ট্রাপ। এসময় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, চিফ এক্সিকিউটিভ অফিসার ইয়াসির আজমান এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার।
সভা পরিচালনা করেন কোম্পানির সেক্রেটারি এস এম ইমদাদুল হক।
বার্ষিক সাধারণ সভায় সমাপ্ত অর্থ বছরের আর্থিক বিবরণী নিয়ে বিস্তারিত আলোচনাসহ ২০২৩ সালের জন্য অডিটর, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কমপ্লায়েন্স অডিটর, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের পুনঃনিয়োগ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন লাভ করে।
এছাড়া, সভায় ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থ বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৯৫ শতাংশ লভ্যাংশ ও ১২৫ শতাংশ অন্তবর্তীকালীন লভ্যাংশসহ সর্বমোট ২২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন লাভ করে।
কোম্পানি সূত্রে জানা যায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২২.২৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২৫.২৮ পয়সা। সেবছর ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল গ্রামীণফোন। সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৩৪ দশমিক ২২ টাকা।
Posted ৪:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ মে ২০২৩
bankbimaarthonity.com | rina sristy