নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০ | প্রিন্ট | 317 বার পঠিত
মিরসরাই ও ফেনীর ইকোনোমিক জোনো জমি লিজ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেট্রো স্পিনিং মিলসের পরিচালনা পর্ষদ। কোম্পানিটি ৫০ বছরের জন্য ১০ একর জমি লিজ নেবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ৬০ মার্কিন ডলার (প্রতি বর্গ মিটার) ভাড়া ভিত্তিতে জমি লিজ নেবে।
ভ্যাট এবং অন্যান্য খরচ বাদে এই জমির মূল্য দাঁড়াবে ১২ লাখ ১৪ হাজার ৫৮ মার্কিন ডলার বা ১০ কোটি ৩১ লাখ ৯৪ হাজার ৯৩০ টাকা।
মেট্রো স্পিনিং এই জমির অর্থায়ন নিজস্ব তহবিল এবং ঢাকার উত্তরায় অবস্থিত ৫.২৩ কাঠা জমি বিক্রয়ের মাধ্যমে মেটাবে। জমি লিজ নেওয়ার মাধ্যমে কোম্পানিটি ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণ করবে।
Posted ১২:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan