
বিবিএনিউজ.নেট | বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০১৯ | প্রিন্ট | 543 বার পঠিত
আগামী ১ সেপ্টেম্বর ২০১৯ থেকে ট্রেনের ছাদে ভ্রমণকারীদের বিরুদ্ধে রেলওয়ে কর্তৃপক্ষ কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে। বুধবার জাতীয় দৈনিক পত্রিকায় ট্রেনের ছাদে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ট্রেনের ছাদে ভ্রমণ ঝুঁকিপ‚র্ণ, অনিরাপদ এবং দণ্ডনীয় অপরাধ। ছাদে ভ্রমণের কারণে যেকোনো মুহ‚র্তে দুর্ঘটনা সংঘটিত হয়ে ভ্রমণকারীর মৃত্যু হতে পারে। ছাদে ভ্রমণের কারণে ট্রেন বিলম্বিত হয়ে স্বাচ্ছন্দ্য বিঘ্নিত হয় এবং সরকারি মূল্যবান সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। ছাদে ভ্রমণকারী ও ভ্রমণে উৎসাহ সহযোগিতা প্রদানকারী সমান অপরাধী।’ যাত্রীদের ছাদে ভ্রমণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
১৮৯০ সালের রেলওয়ে আইনের ১২৯ নং ধারা উল্লেখ করে শাস্তির কথা উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। ওই আইন অনুযায়ী, ‘যদি কোনো ব্যক্তি বিপজ্জনক বা বেপরোয়া কার্যের দ্বারা অথবা অবহেলা করে কোনো যাত্রীর জীবন বিপন্ন করে, তবে তার এক বছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা কিংবা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হতে পারে।’
Posted ১:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০১৯
bankbimaarthonity.com | Sajeed