বিবিএনিউজ.নেট | সোমবার, ২০ জুলাই ২০২০ | প্রিন্ট | 347 বার পঠিত
২০২০-২০২১ অর্থবছরের জন্য চার হাজার ৫০৬ কোটি ৭৫ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
সোমবার রাজধানীর মিরপুরে ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত দ্বিতীয় করপোরেশন সভায় এই বাজেট অনুমোদন দেয়া হয়।
বিদায়ী ২০১৯-২০২০ অর্থবছরের চেয়ে এবার বাজেটের আকার বেড়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা। গত অর্থবছরে ডিএনসিসির বাজেট ছিল তিন হাজার ৫৭ কোটি ২৪ লাখ টাকা। যা সংশোধিত আকারে হয় দুই হাজার ৬০৮ কোটি ৬০ লাখ টাকা।
অনুমোদিত বাজেটে রাজস্ব আয়ের খাত দেখানো হয়েছে পাঁচটি। রাজস্ব খাতে আয় নির্ধারণ করা হয়েছে ৯৬১ কোটি ৬৫ লাখ টাকা।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে বোর্ড সভায় ডিএনসিসির কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
Posted ৩:৫৪ অপরাহ্ণ | সোমবার, ২০ জুলাই ২০২০
bankbimaarthonity.com | Sajeed