নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০১ মে ২০২১ | প্রিন্ট | 326 বার পঠিত
সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে ১ দশমিক ৩৪ শতাংশ বা ০.২৩ পয়েন্ট। গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ১৭ দশমিক ১৪ পয়েন্টে থাকলেও সপ্তাহ শেষে পিই দাঁড়িয়েছে ১৬ দশমিক ৯১ পয়েন্টে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭ দশমিক ১৬ পয়েন্টে। তথ্যপ্রযুক্তি খাতের ১৫ দশমিক ৪০ পয়েন্টে, বস্ত্র খাতের ২২ দশমিক ৯২ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৮ দশমিক ৭৫ পয়েন্টে, প্রকৌশল খাতের ২১ দশমিক ৮৭ পয়েন্টে, বীমা খাতের ২৩ দশমিক ৯১ পয়েন্টে, বিবিধ খাতের ৫৩ দশমিক ৬২ পয়েন্টে, খাদ্য খাতের ১২ দশমিক ৫৮ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১১ দশমিক ১৬ শতাংশ, চামড়া খাতের ঋণাত্বক ১৩ দশমিক ৮২ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩৫.৮৬ পয়েন্টে অবস্থান করছে।
এছাড়া আর্থিক খাতের ৩৮ দশমিক ০১ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ৫১ দশমিক ৩৩ পয়েন্টে, পেপার খাতের ৬৩ দশমিক ৯৬ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ১১ দশমিক ০৮ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১৬ দশমিক ২১ পয়েন্টে, সিরামিক খাতের ৩০ দশমিক ১১ পয়েন্টে এবং পাট খাতের পিই ঋণাত্বক ৪৮ দশমিক ২৫ পয়েন্টে অবস্থান করছে।
Posted ১২:০৫ অপরাহ্ণ | শনিবার, ০১ মে ২০২১
bankbimaarthonity.com | saed khan