নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ | প্রিন্ট | 4838 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেনি। কোম্পানিগুলো হলো- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড, ইস্টার্ন কেবলস লিমিটেড এবং এটলাস বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ্
জানা যায়, ইস্টার্ন কেবলস লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৬৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৬ টাকা ৪৬ পয়সা আয় হয়েছিল। আগামী ১২ ফেব্রুয়ারি,২০২২ ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ ডিসেম্বর।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেনি। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.০৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৮৬ পয়সা আয় হয়েছিল। আগামী ২৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।
এটলাস বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৩৫ পয়সা লোকসান হয়েছিল। আগামী ২৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।
Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
bankbimaarthonity.com | saed khan