নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৪ জুন ২০২০ | প্রিন্ট | 371 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড ডিভিডেন্ড ঘোষণা এবং প্রথম প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এ কোম্পানি গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আজ বুধবার (২৪ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ লভ্যাংশ ঘোষণা করা হয়।
আলোচিত বছরনে বছরে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৮৪ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৫৫ পয়সা।
সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল মাইনাস ১ টাকা ২৫ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৪০ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৬৩ পয়সা।
আগামী ২০ আগস্ট, সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরম তথা ভার্চুয়াল মাধ্যমে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জুলাই।
অন্যদিকে, কোম্পানিটি চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ বুধবার (২৪ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
হিসাববছরের প্রথম প্রান্তিকে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের নিট মুনাফা হয়েছে ১ কোটি ৭৮ লাখ ৯৫ হাজার টাকা। গত বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ২ কোটি ৪ লাখ ৮০ হাজার টাকা।
আলোচিত প্রান্তিকে শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪৭ পয়সা। আগের বছর প্রথমপ্রান্তিকে ইপিএস ছিল ৫৬ পয়সা।
এদিকে প্রথম প্রান্তিকে কন্টিনেন্টাল ইস্যুরেন্সের শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১৩ পয়সা। গত বছর একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ১১ পয়সা।
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের লোগো।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ১০ পয়সা।
Posted ১১:৪০ অপরাহ্ণ | বুধবার, ২৪ জুন ২০২০
bankbimaarthonity.com | saed khan