শুক্রবার ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিসিসিআইয়ের মেম্বারশিপ অনলাইন সার্ভিস পোর্টালের যাত্রা শুরু

বিবিএ নিউজ.নেট   |   শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০   |   প্রিন্ট   |   263 বার পঠিত

ডিসিসিআইয়ের মেম্বারশিপ অনলাইন সার্ভিস পোর্টালের যাত্রা শুরু

সদস্যদের সার্টিফিকেট অব অরিজিন (সিও) এবং সদস্যপদ সনদ প্রদান প্রক্রিয়া দুটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ‘মেম্বারশিপ অনলাইন সার্ভিস’ পোর্টাল তৈরি করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। এখন থেকে এই পোর্টালে লগ-ইন করে ডিসিসিআই সদস্যসহ অন্যান্য ব্যবসায়ীরা অনলাইনে সিও গ্রহণ ও সদস্য সনদ গ্রহণ করতে পারবেন।

গতকাল শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছরের আগস্ট মাসে ডিসিসিআই ও বিডার মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী ডিসিসিআইয়ের ‘মেম্বারশিপ অনলাইন সার্ভিস’ পোর্টালটি জাতীয় অনলাইন ওয়ান স্টপ সার্ভিসেসের সঙ্গে একীভূতকরণের কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। খুব শিগগিরই ঢাকা চেম্বারের বর্ণিত দুটি সেবা বিডার ওয়ান স্টপ সার্ভিস প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পূর্ণ অনলাইনে নেয়া যাবে।

ডিসিসিআই দেশের সর্বপ্রথম বেসরকারি খাতের প্রতিষ্ঠান হিসেবে বিডার ওয়ানস্টপ সার্ভিসের সঙ্গে সংযুক্ত হতে যাচ্ছে।

এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, বর্তমানে ওয়ান স্টপ সার্ভিসের আওতায় ৩৬টি সেবা প্রদান করা হচ্ছে। এ মাসের শেষ নাগাদ আরও ৬টি সেবা যুক্ত করে মোট ৪১টি সেবা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি জানান, আগামী জানুয়ারি থেকে সর্বমোট ৫০টি সেবাকে ওএসএস-এর সঙ্গে যুক্ত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে বিডা।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি শামস মাহমুদ বলেন, ওয়ান স্টপ সার্ভিসেস-এর কার্যকর বাস্তবায়ন স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণে, নতুন কর্মসংস্থান সৃষ্টিতে, অর্থনৈতিক উন্নয়ন তরান্বিতকরণে ভূমিকা রাখবে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১১:০৯ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(11192 বার পঠিত)

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।