নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০ | প্রিন্ট | 266 বার পঠিত
গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য২৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড। আগের বছরও কোম্পানিটি ২৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।
রোববার (২৫ অক্টোবর) সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে।
সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩ টাকা ৬৪ পয়সা।গত বছর অর্থাৎ (২০১৮-১৯) কোম্পানিটির সমন্বিতভাবে ইপিএস হয়েছিল ৮ টাকা ৪৮ পয়সা।
কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭১ টাকা ৩৯ পয়সা।
শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৫ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) নির্ধারণ করা হয়েছে। ওদিন সকাল টায় ডিজিটাল প্লাটফরমে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।
Posted ৯:২৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan