নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২১ মে ২০২২ | প্রিন্ট | 188 বার পঠিত
তৃতীয় প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি। কোম্পানিগুলো হলো- এসএস স্টিল, সালভো কেমিক্যাল এবং সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সালভো কেমিক্যাল: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৪ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১২ পয়সা।
কোম্পানিটির ৯ মাসে (জুলাই-২১-মার্চ’২২) সমাপ্ত তিন প্রান্তিক শেষে ইপিএস হয়েছে ২ টাকা ৪৯ পয়সা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪২ পয়সা।
৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৪ টাকা ৯৯ পয়সা।
সিলকো ফার্মাসিটিক্যালস: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩২ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ৮০ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৭৭ পয়সা।
তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৩১ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ৭৯ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২১ টাকা ৯৮ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২১ টাকা ৯৫ পয়সা।
এসএস স্টিল: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৩ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ৬৯ পয়সা।
অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ১৩ পয়সা।
৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২১ টাকা ২৯ পয়সা।
Posted ২:২৯ অপরাহ্ণ | শনিবার, ২১ মে ২০২২
bankbimaarthonity.com | saed khan