
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১১ আগস্ট ২০২১ | প্রিন্ট | 881 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো-রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স এবং এমবি ফার্মা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা আগামী ২২ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ,২০২০ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় কোম্পানির প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে। ২০১৯ সালে কোম্পানিটি ১৪ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের পর্ষদ সভা আগামী ১৮ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২১ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছিল ৪১ পয়সা।
এমবি ফার্মা লিমিটেডের বোর্ড সভা আগামী ১৭ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর,২০২০, ৩১ ডিসেম্বর, ২০২০ ও ৩১ মার্চ, ২০২১ সমাপ্ত তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে কোম্পানিটি।
Posted ৫:০৯ অপরাহ্ণ | বুধবার, ১১ আগস্ট ২০২১
bankbimaarthonity.com | rina sristy