বিবিএনিউজ.নেট | রবিবার, ১২ মে ২০১৯ | প্রিন্ট | 824 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি গত সপ্তাহে লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। যেসব কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে সেগুলো হচ্ছে- ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং উত্তরা ফাইন্যান্স লিমিটেড।
ইউনিয়ন ক্যাপিটাল : কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ। আলোচ্য বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৮ পয়সা (রিস্টেটেড)। আলোচ্য সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা। আগামী ২০ জুন কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ মে।
পিপলস ইন্স্যুরেন্স : কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর পুরোটাই নগদ। সমাপ্ত বছরে কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ৫৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২ টাকা ২০ পয়সা। ডিসেম্বর ১৮ শেষে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৫ টাকা ৮৭ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১ আগস্ট অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৮ জুন নির্ধারণ করা হয়েছে।
উত্তরা ফাইন্যান্স : কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। সমাপ্ত বছরে কোম্পানির ইপিএস হয়েছে ৮ টাকা ২৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৭ টাকা ২৫ পয়সা।
ডিসেম্বর ১৮ শেষে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫৫ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৩০ মে নির্ধারণ করা হয়েছে।
Posted ৩:২৪ অপরাহ্ণ | রবিবার, ১২ মে ২০১৯
bankbimaarthonity.com | Sajeed