নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০ | প্রিন্ট | 272 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের তুং হাই নিটিং এন্ড ডাইং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিবসহ প্রত্যেক পরিচালককে ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (২৬ আগস্ট) কমিশনের ৭৩৭ তম কমিশন সভায় এ নির্দেশ দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
বিএসইসির সূত্র মতে, কমিশনের কর্পোরেট ফাইন্যান্স বিভাগ কর্তৃক উপস্থাপিত নথিতে তুং হাই নিটিং এন্ড ডাইং লিমিটেড কোম্পানি গত তিনবছরে প্রান্তিক এবং বার্ষিক কোন প্রতিবেদন জমা দেয়নি। ফলে আর্থিক প্রতিবেদনে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস ১৯৮৭ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস ১৯৬৯ অধ্যাদেশের ২সিসি বিভাগের অধীনে প্রজ্ঞাপন ভঙ্গ করেছে।
তাই সিকিউরিটিজ আইন লংঘনের জন্য কমিশন তুং হাই নিটিং এন্ড ডাইং লিমিটেডকে ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিবসহ প্রত্যেক পরিচালক (স্বতন্ত্র পরিচালক ব্যতীত)কে ১ লক্ষ টাকা জরিমানা করার সিদ্ধান্ত গ্রহণ করে।
Posted ১০:৩৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | saed khan