বিবিএনিউজ.নেট | বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০ | প্রিন্ট | 323 বার পঠিত
গত কয়েকদিনের তুমুল বৃষ্টিতে বেহাল অবস্থায় পড়েছে ভারতের বাণিজ্যনগরী মুম্বাই। বৃষ্টির সঙ্গে গতকাল যোগ হয়েছে ঝড়ো হাওয়া। গতকাল সন্ধ্যায় সর্বোচ্চ ১০৭ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে গেছে শহরের ওপর দিয়ে। শহরের প্রধান দু’টি লেকের পানি উপচে পড়েছে। বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা।
বিভিন্ন এলাকায় পানিবন্দি মানুষকে উদ্ধারে নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর। সব মিলিয়ে শহরে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
আপাতত মুম্বাইয়ের এই বিপদ কাটার কোনো লক্ষণ নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বরং বৃহস্পতিবারও নগরীর বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা। বেশ কয়েকটি এলাকায় অস্থায়ী ত্রাণ শিবিরও খোলা হয়েছে।
পানি জমে বিভিন্ন রাস্তা বন্ধ হওয়ার পাশাপাশি গাছ পড়েও রাস্তা বন্ধ হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ মানুষকে বাড়ির বাইরে না বের হওয়ার আবেদন করেছে রাজ্য সরকার।
Posted ১০:৪১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | Sajeed