নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০ | প্রিন্ট | 273 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। উৎপাদন বন্ধের খবরে আজ কোম্পানিটির দর ৩ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের উৎপাদন চলতি বছরের এপ্রিল থেকে পুরোপুরি বন্ধ রয়েছে। পরযাপ্ত সেল অর্ডার না থাকায় কোম্পানিটি উৎপাদন বন্ধ করে দিয়েছে। আর এমন খবর প্রকাশের পর আজ শেয়ারটির দর কমেছে।
বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৭৮ বারে ৮৩ হাজার ৮৯২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৮ লাখ টাকা।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দুলামিয়া কটন অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেড। আজ কোম্পানিটির দর ৮ টাকা ১০ পয়সা বা ৯.৪৬ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ৭৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে মেঘনা কনডেন্সড মিল্ক লিমিটেড। আজ শেয়ারটির দর ৯০ পয়সা বা ৫.১১ শতাংশ কমেছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সানলাইফ ইন্স্যুরেন্স, বিকন ফার্মা, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও জাহিন টেক্সটাইল লিমিটেড।
Posted ৫:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | saed khan