নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট | 254 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন লুজার বা দর কমার শীর্ষে রয়েছে এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড। আজ ফান্ডটির সর্বোচ্চ দর কমেছে ৩০ পয়সা বা ৩.৭৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার ফান্ডটির শেয়ার সর্বশেষ ৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩৫০ বারে ১৭ লাখ ২ হাজার ২০৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৩৪ লাখ টাকা।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড। আজ কোম্পানিটির দর ৩ টাকা ৪০ পয়সা বা ৫.৬৩ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ৫৭ টাকা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিঙ্গারবিডি, লিগ্যাসি ফুটওয়্যার, হাক্কানি পাল্প, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, আল-হাজ্ব টেক্সটাইল, মুন্নু সিরামিকস, প্রাইম ইন্স্যুরেন্স ও ইস্টার্ন কেবলস লিমিটেড।
Posted ৪:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan