নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৬ আগস্ট ২০২০ | প্রিন্ট | 247 বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৭০ পয়সা বা ১৬.২৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, রোববার কোম্পানিটি সর্বশেষ ৫ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩৯৩ বারে ২৫ লাখ ২৬ হাজার ৮৮৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১৬ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আজ ফান্ডটির দর বেড়েছে ৫০ পয়সা বা ১১.৬৩ শতাংশ। এদিন ফান্ডটি সর্বশেষ ৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। ফান্ডটি ২৯৫ বারে ২১ কোটি ২৩ লাখ ৮৬৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯৭ লাখ টাকা।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড । আজ কোম্পানিটির দর ৪ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রিমিয়ার লিজিং, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, ব্রাক ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, ফাইন ফুডস ও রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড।
Posted ৪:৫২ অপরাহ্ণ | রবিবার, ১৬ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | saed khan