মঙ্গলবার ২৩ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দাবার বোর্ডে এখনো অপ্রতিরোধ্য রানী হামিদ

বিবিএনিউজ.নেট   |   শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   336 বার পঠিত

দাবার বোর্ডে এখনো অপ্রতিরোধ্য রানী হামিদ

বয়স ৭৬ বছরে গড়িয়েছে। অথচ এখনো দাবার বোর্ডে অপ্রতিরোধ্য রানী হামিদ। তিনি শুক্রবার জিতলেন নারী জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে ক্যারিয়ারের ২০তম শিরোপা। শিরোপা ধরে রাখতে শেষ রাউন্ডে আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ হারিয়েছেন মানিকগঞ্জের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভাকে। রানী শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ন রাখেন ৯ খেলায় সাড়ে ৮ পয়েন্ট নিয়ে।

৮ পয়েন্ট নিয়ে জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন হয়েছেন রানারআপ। ৭ পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির আহমেদ ওয়ালিজা তৃতীয় ও মানিকগঞ্জের মহিলা ফিদে মাস্টার নজারানা খান ইভা চতুর্থ স্থান লাভ করেন।

সাড়ে ৬ পয়েন্ট নিয়ে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম পঞ্চম, ৬ পয়েন্ট করে নিয়ে ষষ্ঠ হতে দশম স্থান পেয়েছেন মহিলা ক্যান্ডিডেট মাস্টার সামিহা শারমীন সিম্মী, তাসনিয়া তারান্নুম অর্পা, বগুড়ার উম্মে তাসলিমা প্রতিভা তালুকদার, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ওয়াদিফা আহমেদ ও ইশরাত জাহান দিবা।

আজ শনিবার জাতীয় নারী চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও হেড অব গেমস অ্যান্ড স্পোর্টস এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চ্যাম্পিয়নশিপের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। ৯ রাউন্ড সুইসলিগ পদ্ধতির জাতীয় চ্যাম্পিয়নশিপে ৫৮ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।