শুক্রবার ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দায়িত্ব বণ্টন করা হয়েছে বিএসইসির নবগঠিত কমিশনারদের

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০   |   প্রিন্ট   |   395 বার পঠিত

দায়িত্ব বণ্টন করা হয়েছে বিএসইসির নবগঠিত কমিশনারদের

বিএসইসির নেতৃত্বে নবগঠিত শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানসহ কমিশনারদের দায়িত্ব বণ্টন করা হয়েছে । এরইমধ্যে বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত চিঠির মাধ্যমে কমিশনারদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে জানানো হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম প্রশাসন ও অর্থ (এঅ্যান্ডএফ), আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ (আইএডি), প্রজেক্ট, ইন্টারনাল অডিট বিভাগ ও কমিশন সচিবালয়ের দায়িত্ব পালন করবেন।

কমিশনারদের মধ্যে খোন্দকার কামালউজ্জামান দায়িত্ব পালন করবেন আইন বিভাগ, ক্যাপিটাল মার্কেট রেগুলেটরি রিফর্মস অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগ (সিএমআরআরসি), এনফোর্সমেন্ট বিভাগ ও শুদ্ধাচার (ইন্টেগ্রিটি)।

ক্যাপিটাল ইস্যু বিভাগসহ (সিআই) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ দায়িত্ব পালন করবেন নিবন্ধন বিভাগ (রেজিস্ট্রেশন অ্যান্ড লাইসেন্সিং), সুপারিভশন অ্যান্ড রেগুলেশন অব মার্কেট অ্যান্ড ইস্যুয়ার কোম্পানিজ বিভাগ (এসআরএমআইসি), সার্ভেইল্যান্স বিভাগ ও ফিন্যান্সিয়াল লিটারেসি বিভাগ।

কমিশনার ড. মো: মিজানুর রহমানকে দেওয়া হয়েছে মিউচ্যুয়াল ফান্ড ও এসপিভি বিভাগ, কর্পোরেট ফাইন্যান্স বিভাগ (সিএফডি), ম্যানেজমেন্ট ইনফরমেশন সিষ্টেমস বিভাগ (এমআইএস), গবেষণা ও উন্নয়ন বিভাগ এবং এএমএল অ্যান্ড সিএফটি উইং।কমিশনারদের মধ্যে সবার শেষে নিয়োগ পাওয়া আব্দুল হালিম সামলাবেন সুপারভিশন অ্যান্ড রেগুলেশন অব ইন্টারমিডিয়ারিজ বিভাগ (এসআরআই), সেন্ট্রাল ডিপোজিটরি সিস্টেম বিভাগ (সিডিএস), সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি), অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্টস (এপিএ) এবং ইনোভেশন।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৫:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।