নিজস্ব প্রতিবেদক | বুধবার, ৩১ আগস্ট ২০২২ | প্রিন্ট | 112 বার পঠিত
ক্রেডিট রেটিং নির্ণয় সম্পন্ন করা হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির। কোম্পানিগুলো হলো- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সকে ‘এএই’ হিসেবে দীর্ঘমেয়াদী রেটিং করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি)। ৩১ ডিসেম্বর ২০২১ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের উপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।
অন্যদিকে, ইউনিয়ন ইন্স্যুরেন্সকে ‘এএ২’ এবং এসটি-২ হিসেবে যথাক্রমে- দীর্ঘমেয়াদী ও স্বল্প মেয়াদী রেটিং করেছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড (ডব্লিউসিআরসিএল)। ২০২১ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
Posted ২:৩৮ অপরাহ্ণ | বুধবার, ৩১ আগস্ট ২০২২
bankbimaarthonity.com | saed khan