নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১ | প্রিন্ট | 297 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ৩০ জুন, ২০২১ সমাপ্ত বছরে সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। ফান্ড দুটি হলো: এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড এবং এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ডটির ট্রাস্টি আলোচ্য বছরে ইউনিট হোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। সমাপ্ত অর্থবছরে বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ৪০ পয়সা।
অপরদিকে, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ডটির ট্রাস্টি আলোচ্য বছরে ইউনিট হোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ২ টাকা ৮৪ পয়সা। সমাপ্ত অর্থবছরে বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৮৪ পয়সা।
ফান্ড দুইটির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্তির পর ফান্ড দুটি এবছর রেকর্ড ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের ফান্ড দুটির মুনাফাও তালিকাভুক্তির পর সর্বোচ্চ।
Posted ১১:১৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১
bankbimaarthonity.com | saed khan