বৃহস্পতিবার ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের উন্নয়নে সবাই কর দিন: অর্থমন্ত্রী

বিবিএ নিউজ.নেট   |   বুধবার, ২৪ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   162 বার পঠিত

দেশের উন্নয়নে সবাই কর দিন: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘ব্যবসা করে অর্থ উপার্জন করা অপরাধ নয়, কিন্তু আমাদের সবারই দায়বদ্ধতা আছে। রাষ্ট্রের উন্নয়নে, দেশের উন্নয়নে কিছু করার জন্য সে দায়বদ্ধতা থেকেই যোগ্য সবাইকে কর দেয়া উচিত।’

দেশের উন্নয়নে সবাইকে কর দেয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বলেছেন, সম্পদশালী সবাইকে তাদের দায়বদ্ধতা থেকে কর দেয়া উচিত।

রাজধানীর অফিসার্স ক্লাবে বুধবার ২০২০-২১ করবর্ষে সেরা ১৪১ জন করদাতাকে সম্মাননা দেয় জাতীয় রাজস্ব বোর্ড। সেরা করদাতাদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন প্রধান অতিথি অর্থমন্ত্রী।

এ সময় তিনি বলেন, ‘ব্যবসা করে অর্থ উপার্জন করা অপরাধ নয়, কিন্তু আমাদের সবারই দায়বদ্ধতা আছে। রাষ্ট্রের উন্নয়নে, দেশের উন্নয়নে কিছু করার জন্য সে দায়বদ্ধতা থেকেই যোগ্য সবাইকে কর দেয়া উচিত।’

বিত্তবানদের দিতে আহ্বান জানিয়ে মুস্তফা কামাল বলেন, ‘তাদের অনেক প্রতিবেশী আছেন তাদের প্রতি যত্নশীল হতে হবে। যে কর দিচ্ছেন সেই করের টাকা দিয়ে সরকার বিনিয়োগ করে দেশের উন্নয়নের জন্য।’

বক্তব্যে গত এক দশকে দেশের উন্নয়নের চিত্রও তুলে ধরেন অর্থমন্ত্রী। জানান, গত ১০ বছরে ৭ দশমিক ৪ শতাংশ জিডিপি প্রবৃত্তি অর্জিত হয়েছে। মাথাপিছু আয়ে দেশ ভারতকে ছাড়িয়ে গেছে। অর্থনীতির সকল মানদণ্ডে করোনার মধ্যেও সবার ওপরে বাংলাদেশ।

উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রী।

দেশে কর ও রাজস্ব আদায় বাড়ছে জানিয়ে তিনি বলেন, ২০০৫-২০০৬ অর্থ বছরে আয় কর আদায় ছিল মাত্র ৭ হাজার কোটি টাকা। বর্তমানে তা ১২ গুণ বেড়ে দাঁড়িয়ে হয়েছে প্রায় ৮৫ হাজার কোটি টাকা। ২০০৫-০৬ অর্থবছরে মোট রাজস্ব আদায় ছিল ৩৪ হাজার কোটি টাকা। বর্তমানে সাড়ে সাত গুণ বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৯ হাজার কোটি টাকা।

‘এটা একটা অসাধারণ অর্জন। এই অর্জন সম্ভব হয়েছে আপনাদের কারণে,’ যোগ করেন অর্থমন্ত্রী।

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার জন্মশত বার্ষিকীর এই দিনে আসুন আমরা যার যার অবস্থান থেকে একটু একটু করে দেশের উন্নয়নে কর দেই। আপনারা পারবেন, এই বিশ্বাস আমার আছে। আমি বিশ্বাস করি, আগামী দিনগুলো হবে সোনালি দিন।’

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১:৪৩ অপরাহ্ণ | বুধবার, ২৪ নভেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(11192 বার পঠিত)

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।