নিজস্ব প্রতিবেদক: | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০ | প্রিন্ট | 452 বার পঠিত
দেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর ফলে দেশে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১৬৪ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও ৫ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জন। আগের দিন মারা গিয়েছিলেন ৩ জন। তবে এই সময়ের মধ্যে নতুন করে কেউ সুস্থ হয়ে বাড়ি ফেরেনি।
মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানান। এসময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও পরিচালক হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
এই সময়ের মধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে ৭৯২টি। এগুলো পরীক্ষা করে এদেরকে শনাক্ত করা হয়। গতকাল সোমবার দেশে করোনায় আক্রান্ত ৩৫ জন শনাক্ত হয়েছিলেন। তার আগের দিন শনাক্ত হয়েছিলেন ৯ জন।
Posted ৪:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | rina sristy