নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৩ জুন ২০২১ | প্রিন্ট | 279 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মালেক স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ বিএমআরইসহ একটি নতুন প্রকল্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। প্রকল্পটিতে ২১৩ কোটি ১৯ লাখ টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি।
গতকাল ২২ জুন কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় নতুন প্রকল্পে বিনিয়োগের বিষয়টি অনুমোদন করা হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ময়মনসিংহের ভালুকায় কোম্পানিটি জমি ও ফ্যাক্টরি ভবন, নির্মাণ ও অন্যান্য. মেশিনারি ও সরঞ্জামাদি স্থাপন করবে। এতে কোম্পানিটির প্রতিদিন ৩৫ হাজার কেজি সুতা উৎপাদন হবে। অর্থাৎ বছরে এক কোটি ২৬ লাখ কেজি সুতা উৎপাদন হবে।
বিএমআরই প্রকল্পের পরে কোম্পানির ৭৯ হাজার ৪৬৪টি স্পিনডিল বাড়বে এবং ২ হাজার রোটর খোলা হবে। এর ফলে কোম্পানিটির উৎপাদিত পণ্য এবং বিক্রয় থেকে ৬০ শতাংশ আয় বাড়বে।
নতুন প্রকল্প স্থাপনে ব্যাংক ঋণ এবং অন্যান্য উৎস থেকে ব্যয় করা হবে।
Posted ১১:১৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ জুন ২০২১
bankbimaarthonity.com | saed khan