বিবিএ নিউজ.নেট | সোমবার, ২০ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট | 333 বার পঠিত
আগের দিনের মতো সূচক পতনের মধ্য দিয়ে সোমবার (২০ ডিসেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। ফলে রোববারের মতো আজও বড় দরপতনের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন হচ্ছে।
লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে ২৯ পয়েন্ট। একই সময়ে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৫৯ পয়েন্ট। ডিএসইতে সূচক ও বেশির ভাগ শেয়ারের দাম কমলেও লেনদেন কিছুটা বেড়েছে।
ডিএসইর তথ্য মতে, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৩৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৮০টির, অপরিবর্তিত রয়েছে ৭৭টি।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট কমে ৬ হাজার ৭৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক কমেছে ৫ দশমিক ৭ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট কমেছে। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ১৮৬ কোটি ৯২ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৬৩ কোটি ৮১ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক এ সময়ে আগের দিনের চেয়ে ৫৯ পয়েন্ট কমে ১৯ হাজার ৬৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৫ কোটি ৯৫ লাখ ৬৪ হাজার ৮৩১ টাকার শেয়ার।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৮টির, কমেছে ৮৫টির, অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ারের দাম।
Posted ১১:৫৭ পূর্বাহ্ণ | সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
bankbimaarthonity.com | rina sristy