সোমবার ১ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

পতনে শেষ হয়েছে লেনদেন

বিবিএ নিউজ.নেট   |   সোমবার, ২১ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   144 বার পঠিত

পতনে শেষ হয়েছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে মূল্যসূচকের বড় পতন হলেও এক পর্যায়ে সূচকের ঊর্ধ্বমুখীতার দেখা মেলে। কিন্তু শেষ মিনিটের লেনদেনের ভিত্তিতে প্রধান মূল্যসূচকের পতন দিয়েই দিনের লেনদেন শেষ হয়েছে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর কমেছে। ডিএসইতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ৬৪ শতাংশ প্রতিষ্ঠান। বিপরীতে দাম বেড়েছে ২৬ শতাংশের। অর্থাৎ যে কয়টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে তার প্রায় আড়াই গুণ বেশি প্রতিষ্ঠানের দরপতন হয়েছে।

আগের দিনের মতো গতকালও দিনের শুরুতে গুজব ছড়ায় সার্কিট ব্রেকারের নিম্নসীমা আবার ২ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ করা হবে। এমন খবরে দিনের শুরুর দিকে শেয়ার বিক্রির চাপ বাড়ে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত তা অব্যাহত ছিল। এরপর বিনিয়োগকারীদের কাছে খবর আসে বিষয়টি গুজব, ঠিক এই সময় আইসিবির পক্ষ থেকে শেয়ার কিনে সাপোর্ট দেওয়া শুরু হয়। আবার ঘুরে দাঁড়াতে থাকে বাজার।

এদিন অধিকাংশ প্রতিষ্ঠানের দরপতন হলেও বড় মূলধনের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। এতে প্রধান মূল্যসূচক বড় পতনের হাত থেকে রক্ষা পেয়েছে। পাশাপাশি ডিএসই-৩০ এবং ডিএসই শরিয়াহ্ সূচক বৃদ্ধি পাওয়ার তালিকায় রয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, সোমবার বাজারে ৩৮০টি প্রতিষ্ঠানের ১৭ কোটি ৪৫ লাখ ৮৯ হাজার ২৮৮টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ২৪২টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।

লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক ৬ দশমিক ২৬ পয়েন্ট কমে ৬ হাজার ৬৯১ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসইর অপর দুই সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে বেড়েছে দশমিক ২১ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক বেড়েছে ১ দশমিক ৩০ পয়েন্ট।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬৩৪ কোটি ৬৮ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬১৬ কোটি ১১ লাখ ২৫ হাজার টাকার শেয়ার।
ডিএসইতে এদিন লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর ছিল দেশ জেনারেল গার্মেন্টস, বিডিকম, সিলকো ফার্মা, বিএসসি, প্রিমিয়ার ব্যাংক, ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা, এডভেন্ট ফার্মা ও জেমিনী সি ফুড লিমিটেড।

অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৯ দশমিক ৩৭ পয়েন্ট কমে ১৯ হাজার ৬১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ২৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৯৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম। এ বাজারে লেনদেন হয়েছে ১৭ কোটি ১৩ লাখ ৬০ হাজার ৬৭১ টাকার শেয়ার।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৬:৩৮ অপরাহ্ণ | সোমবার, ২১ মার্চ ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।