নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৫ আগস্ট ২০২১ | প্রিন্ট | 452 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) বেলা ১১ টায় অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কোম্পানি চেয়ারম্যান ও সাংসদ এ কে এম রহমতুল্লাহ।
এ সময় অন্যদের মধ্যে পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা তারিক উর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব এস এম মিজানুর রহমান।
সভায় ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা করেন পরিচালনা পর্ষদ ও বিনিয়োগকারী শেয়ারহোল্ডাররা। এতে দেখা যায়, আলোচ্য বছরে কোম্পানির গ্রোস প্রিমিয়াম আয় হয় ২৯০ কোটি ৫৫ লাখ টাকা এবং নিট প্রিমিয়াম আয় করে ১৫৮ কোটি ৫৪ লাখ টাকা। আবার অবলিখন মুনাফা দাঁড়ায় ৬৫ কোটি ৬২ লাখ টাকায়, যা আগের বছর ছিল ৩৯ কোটি ২৭ লাখ টাকা। এছাড়া শেয়ারহোল্ডার ইকুইটি দাঁড়ায় ৩৪৮ কোটি ১৬ লাখ টাকায়, যা আগের বছর ছিল ৩০৮ কোটি ৫৪ লাখ টাকা এবং স্থায়ী সম্পদ দাঁড়ায় ৫৩৩ কোটি ৮৭ লাখ টাকায়, যা বিগত বছর ছিল ৪৬৯ কোটি ৭৯ লাখ টাকা।
আলোচ্য বছরের এমন ব্যবসায়িক পরিসংখ্যানে এগিয়ে থাকায় প্রতিষ্ঠানটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) এবং শেয়ারপ্রতি সম্পদও (এনএভি) বৃদ্ধি পায়। আলোচ্য বছরে ইপিএস হয়েছে ৭.৬১ টাকা এবং এনএভি হয়েছে ৪৯.৭৫ টাকা। আগের বছর এক্ষেত্রে ছিল যথাক্রমে ৪.৮৯ টাকা এবং ৪৪.০৯ টাকা।
সমাপ্ত বছরের এমন ব্যবসায়িক অগ্রগতির ফলে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ সহ মোট ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পরিচালনা পর্ষদ। এজিএমের অন্যান্য কার্যসূচীর সাথে যা বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে অনুমোদন লাভ করে।
Posted ৪:১১ অপরাহ্ণ | বুধবার, ২৫ আগস্ট ২০২১
bankbimaarthonity.com | rina sristy