নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২০ মার্চ ২০২৩ | প্রিন্ট | 79 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, আগামী ২৭ মার্চ, দুপুর আড়াইটায় এ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
উল্লেখ্য, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট৩৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৬২ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৮ টাকা ৬৬ পয়সা।
আলোচ্য বছরে শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৮ টাকা ৬৫ পয়সা।
এদিকে, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি এক টাকা ১৯ পয়সা আয় হয়েছে। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল এক টাকা ৬৬ পয়সা।
তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৫৫ পয়সা। গতবছর একই সময়ে ৫ টাকা ৪২ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৬ টাকা ৩৯ পয়সা। গতবছর একই সময়ে যার পরিমাণ ছিল ৪৪ টাকা ২৩ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৫ টাকা ৯ পয়সা।
যা আগের বছর একই সময়ে ছিল ৩ টাকা ৫ পয়সা।
Posted ২:০৮ অপরাহ্ণ | সোমবার, ২০ মার্চ ২০২৩
bankbimaarthonity.com | saed khan