নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৩ জুন ২০২০ | প্রিন্ট | 461 বার পঠিত
পারপেচুয়াল বন্ড ইস্যু করার অনুমোদন পেয়েছে সিটি ব্যাংক ক্যাপিটাল লিমিটেড(সিবিসি)। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বাংলাদেশে এই প্রথম সিটি ব্যাংক ক্যাপিটালকে সিটি ব্যাংক ও যমুনা ব্যাংকের পারপেচুয়াল বন্ড ইস্যু করার অনুমোদন দিয়েছে।
আজ মঙ্গলবার (২৩ জুন) বিএসইসি থেকে এ বিষয়ে অনুমোদন দিয়ে সিটি ব্যাংক ক্যাপিটাল এর কাছে একটি চিঠি পাঠানো হয়।
এ বিষয়ে নিশ্চিত করে মার্চেন্ট ব্যাংকটির এক কর্মকর্তা বলেন, বাংলাদেশে এই প্রথম আমরা পারপেচুয়াল বন্ড ইস্যু করার অনুমোদন পেয়েছি। এই মুহূর্তে আমরা দুটি ব্যাংকের পারপেচুয়াল বন্ড ইস্যু করা অনুমোদন পেয়েছে।
এর আগে বাজার শুধুমাত্র বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ইস্যু করা টিয়ার-২ এর বন্ডের অধীনে ছিল। সিটি ব্যাংক ক্যাপিটাল বেসেল-৩ এর নতুন বিষয় বাজারে আনার প্রক্রিয়া শুরু করেছে।
উল্লেখ্য, সিটি ব্যাংক ক্যাপিটাল দেশের অন্যতম একটি শীর্ষস্থানীয় ইনভেস্টমেন্ট ব্যাংক। মার্চেন্ট ব্যাংকটি তাদের সেবা এবং দক্ষতার সাথে পোর্টফোলিও ম্যানেজমেন্ট এর কাজ করে থাকে। যার কারণে তারা প্রথম পারপেচুয়াল বন্ড ইস্যু করার অনুমোদন পেয়েছে। সিবিসি ভবিষ্যতেও এই নতুন বিষয় নিয়ে সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর সাথে কাজ করবে।
সম্প্রতি ফিন্যান্স এশিয়া-২০২০ এর বাংলাদেশের শীর্ষ ইনভেস্টমেন্ট ব্যাংক হিসেবে পুরস্কৃত হয়েছে।
Posted ৭:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ জুন ২০২০
bankbimaarthonity.com | saed khan