নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২১ এপ্রিল ২০২১ | প্রিন্ট | 256 বার পঠিত
আগামী ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত পিপলস ইন্স্যুরেন্সের লভ্যাংশ এবং প্রান্তিক প্রতিবেদন সংক্রান্ত বোর্ড সভা। ওই দিন কোম্পানিটির বোর্ড সভা দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ এবং ৩১ মার্চ ২০২১ সমাপ্ত ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বীমা খাতের ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ২০০ কোটি টাকা এবং ৪৬ কোটি ২০ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৫৯ কোটি ২০ লাখ টাকা। এ কোম্পানির ৪ কোটি ৬২ লাখ শেয়ারের মধ্যে ৩০.৪১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১০.৭০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৫৮.৮৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
এদিকে, তৃতীয় প্রান্তিকে (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে তা ছিল ২১ পয়সা।
এদিকে নয় মাসে (জানুয়ারি’২০-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৬ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৮ টাকা ৮৩ পয়সা।
Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | বুধবার, ২১ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | saed khan