
বিবিএ নিউজ.নেট | শনিবার, ২৭ নভেম্বর ২০২১ | প্রিন্ট | 229 বার পঠিত
পুঁজিবাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বৈঠকে মঙ্গলবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হবে। বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
বৈঠকে পুঁজিবাজারের বর্তমান অবস্থা, পুঁজিবাজারের জন্য গঠিত বিশেষ তহবিলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লভ্যাংশ জমা, পুঁঞ্জিভূত লোকসান থাকলে শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদেরকে লভ্যাংশ দেওয়া ও বন্ডের বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করা হবে।
Posted ১:৫৫ অপরাহ্ণ | শনিবার, ২৭ নভেম্বর ২০২১
bankbimaarthonity.com | rina sristy