
| বুধবার, ১২ মার্চ ২০২৫ | প্রিন্ট | 9 বার পঠিত
ব্যাপক সাড়া মিলেছে বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক বন্ডের নিলামে। পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (২য় পর্যায়) প্রকল্পের বিপরীতে ৫ম বন্ডের নিলামে নির্ধারিত পরিমাণের তিনগুণের বেশি বিড জমা পড়েছে। তবে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত পরিমাণের মধ্যেই আনুপাতিক হারে আবেদনকারীদের সুকুক বরাদ্দ দিয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সাত বছর মেয়াদি ইসলামি ধারার ইজারা সুকুকের মাধ্যমে ৩ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। বুধবার বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজম্যান্ট বিভাগে এই সুকুক বন্ডের নিলাম অনুষ্ঠিত হয়।
নিলামে শরিয়াহ্ ভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, কনভেনশনাল ব্যাংকের ইসলামিক শাখা, উইন্ডো এবং ব্যক্তি বিনিয়োগকারীদের কাছ থেকে মোট ১০ হাজার ৯২৫ কোটি ৪৬ লাখ টাকার বিড দাখিল করা হয়েছে, যা নির্ধারিত পরিমাণের প্রায় ৩ দশমিক ৬৪ গুণ বেশি।
এই সুকুক বন্ডের মাধ্যমে গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা, প্রকল্প এলাকার আর্থসামাজিক উন্নয়ন, কৃষি উৎপাদন ও অকৃষি পণ্য পরিবহন ব্যবস্থা সহজতর করার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত কয়েক বছরে সরকার চারটি সুকুক ইস্যুর মাধ্যমে ১৯ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে।
সুকুক ইস্যুর মাধ্যমে সরকার শরিয়াহ্ ভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর তারল্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে ব্যবহার করতে সক্ষম হচ্ছে এবং তাদের বিনিয়োগের বিকল্প ক্ষেত্র তৈরি হচ্ছে।
এছাড়া, এসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সুকুক জামানত রেখে বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা গ্রহণ করতে পারছে।
Posted ৯:৪৫ অপরাহ্ণ | বুধবার, ১২ মার্চ ২০২৫
bankbimaarthonity.com | saed khan