বৃহস্পতিবার ৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুরান ঢাকায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘মেহমানখানা’

বিবিএনিউজ.নেট   |   সোমবার, ২৭ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   285 বার পঠিত

পুরান ঢাকায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘মেহমানখানা’

করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে দরিদ্র মানুষের খাদ্যাভাব পূরণে ‘মেহমানখানা’ খুলেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর ওয়ারীর জোড়পুলে প্রতিদিন দেড় হাজার থেকে দুই হাজার মানুষকে বিনামূল্যে খাবার খাওয়ানো হচ্ছে।

টিপু সুলতান রোডের ‘খান হোটেলে’ ১৮ জুলাই থেকে চালু হয়েছে বিদ্যানন্দের মেহমানখানা। প্রতিদিন শিশুকিশোর ও বয়স্ক নারী-পুরুষ খাবার খেতে আসছে। আগত মানুষদের সুশৃঙ্খলভাবে খাবার পরিবেশন করছেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক ও হোটেল কর্মচারীরা। খাদ্য তালিকায় রয়েছে রুটি দিয়ে ডিম ভাজি ও মুরগির মাংস দিয়ে বুুটের ডাল।

হোটেলটিতে রান্নার জন্য রয়েছেন ১৫ জন বাবুর্চি। মেহমানদের আপ্যায়নের জন্য পালাক্রমে কাজ করছেন স্বেচ্ছাসেবকরা।

ঢাকায় আরো ৪টি মেহমানখানা খোলার পরিকল্পনা রয়েছে বলে জানান, প্রকল্পটির সমন্বয়ক সালমান খান ইয়াসিন।

তিনি বলেন, বর্তমান সংকটে অনেক মধ্যবিত্ত মানুষও চাকরি হারিয়ে চোখে অন্ধকার দেখছেন। তাদের কথা ভেবেই আমাদের এ আয়োজন। এখানে যারা আসবেন তারা সবাই আমাদের মেহমান। আমাদের এ পরিকল্পনার দেখে অন্যরাও দরিদ্র মানুষের সহযোগিতায় এগিয়ে আসুক ।
তিনি আরো বলেন, এ বছর ঈদে অনেকেই কোরবানি দিতে পারবেন না। মেহমান হিসেবে তাদেরকে পরিবারসহ সমাদর করতে বিদ্যানন্দ ফাউন্ডেশন সপ্তাহব্যাপী খাওয়ানোর ব্যবস্থা করবে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান কিশোর কুমার দাশ বলেন, ক্ষুধায় এক সময় আমি বহুদিন দোকানের সামনে দাঁড়িয়ে থেকেছি। একদিন টাকা হলে এমন এক রেস্তোরাঁর সব খাবার কিনে একলাই খাবো,মা-বাবাকে খাওয়াবো। আমার সে ইচ্ছে পূরণ হয়নি, তবে বিদ্যানন্দের হয়েছে।
তিনি বলেন, এমন সংকটের দিনে দরিদ্র মানুষের জন্য এটা আমাদের উপহার। মানুষের দেয়া অর্থে মানুষ খাচ্ছে। বিপদে মানুষ যখন চোখে অন্ধকার দেখছে, তখন কিছু মানুষ যদি তাদের পরিবার নিয়ে পেটপুরে খেতে পারেন, খেটে খাওয়া মানুষ যদি কিছুটা উপকার পান তবেই আমরা খুশি হবো।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১২:১৩ অপরাহ্ণ | সোমবার, ২৭ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।