নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৮ মার্চ ২০২১ | প্রিন্ট | 260 বার পঠিত
ওভার দ্য কাউন্টার মার্কেটে (ওটিসি) অবস্থান করা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের ঘোষিত বোনাস শেয়ার (০৭ মার্চ) শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে জমা হয়েছে। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শাহজিবাজার পাওয়ারের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ বোনাস শেয়ার দেয়ার সিদ্ধান্ত নেয়। যা কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন হয়েছে।
প্রিন্টিং ও প্রকাশনা খাতের কোম্পানিটি ১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ২৫ কোটি এবং ৩ কোটি ৩৬ লাখ টাকা। কোম্পানিটির ৩৩ লাখ ৬০ হাজার শেয়ারের মধ্যে ৪৩.৯৭ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৬.৮০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৪৯.২৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে। বর্তমানে কোম্পানিটির শেয়ার দর ১৬ টাকা।
Posted ১২:৫৬ অপরাহ্ণ | সোমবার, ০৮ মার্চ ২০২১
bankbimaarthonity.com | saed khan