নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৭ মে ২০২১ | প্রিন্ট | 268 বার পঠিত
প্রথম প্রান্তিকে গত বছরের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইষ্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল)। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ কোম্পানির বোর্ড সভায় প্রকাশিত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ১ টাকা ২৮ পয়সা, যা গত বছর একই সময়ে ১ টাকা ৩ পয়সা ছিল। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ২৫ পয়সা।
অন্যদিকে, প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) এককভাবে ইবিএলের ব্যাংকের শেয়ার প্রতি আয় (সলো ইপিএস) হয়েছে ১ টাকা ২৬ পয়সা, যা গত বছর একই সময়ে ১ টাকা ৩ পয়সা ছিল। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ২৩ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৭ টাকা ২ পয়সা।
Posted ৬:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ মে ২০২১
bankbimaarthonity.com | saed khan