নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০২ আগস্ট ২০২১ | প্রিন্ট | 255 বার পঠিত
দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) কোম্পানিটির কনসোলিডেটেড প্রিমিয়াম আয় বেড়েছে ২২ কোটি ৭১ লাখ টাকা। আগের বছর একই সময় এককভাবে ছিল ৬ কোটি ২১ লাখ টাকা।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৭২৬ কোটি ২২ লাখ টাকা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৮২১ কোটি ২০ লাখ টাকা।
এদিকে, প্রথম দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন,২১) কোম্পানিটির প্রিমিয়াম আয় বেড়েছে ১১০ কোটি ৫৪ লাখ টাকা। আগের বছর কোম্পানিটির প্রিমিয়াম আয় হয়েছিল ৬০ কোটি ৮২ লাখ টাকা।
প্রথম দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন,২১) লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৭২৬ কোটি ২২ লাখ টাকা।
আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৮২১ কোটি ২০ লাখ টাকার।
Posted ১:০৮ অপরাহ্ণ | সোমবার, ০২ আগস্ট ২০২১
bankbimaarthonity.com | saed khan