শনিবার ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিক্সড প্রাইজ পদ্ধতিতে আইপিও অনুমোদন চায় বিনিয়োগকারী ঐক্য পরিষদ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৬ নভেম্বর ২০২০   |   প্রিন্ট   |   380 বার পঠিত

ফিক্সড প্রাইজ পদ্ধতিতে আইপিও অনুমোদন চায় বিনিয়োগকারী ঐক্য পরিষদ

বুক বিল্ডিং পদ্ধতি বাতিল করে ফিক্সড প্রাইজ পদ্ধতিতে আইপিও অনুমোদন চায় বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।
রবিবার এ বিষয়ে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সহ বাজার সংশ্লিষ্ট সকলের কাছে সংগঠনের সভাপতি এ.কে. এম. মিজান-উর রশিদ চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত একটি চিঠি জমা দিয়েছে।

লিখিত দাবিতে বলা হয়েছে, ২০১০ থেকে পূঁজিবাজারে যে মহাধ্বস শুরু হয়েছিল তা ২০২০ সালের এপ্রিল পর্যন্ত অব্যাহত ছিল। আপনার কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্ত ও আপনার কমিশনের সঠিক নেতৃত্বে পূজিঁবাজারে সুশাসন প্রতিষ্ঠিত হওয়ার ফলে পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে। আমরা আলোর মুখ দেখতে পাচ্ছি।

অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, পূর্বের কমিশনের মেয়াদ কালে (২০১১-২০২০ইং) সাধারণ বিনিয়োগকারীরা পূঁজি হারিয়ে নিঃস্ব হয়ে পথে বসেছে, অনেকে আত্মহত্যা করছে। অনেকে হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। পূঁজিবাজারের এই ভয়াবহ অবস্থার জন্য পূর্বের কমিশনের অতিরিক্ত প্রিমিয়াম সহ ইস্যুকৃত শেয়ার ও দুর্বল কোম্পানীগুলোর ওচঙ অনুমোদনই সবচেয়ে বেশী দায়ী। অতিরিক্ত প্রিমিয়াম সহ ইস্যুকৃত অধিকাংশ কোম্পানীর শেয়ারদের তার ইস্যু মূল্যের নীচে চলে এসেছিল। কোন কোন শেয়ারের দর ১ টাকা থেকে ৩ টাকার মধ্যে অবস্থান করেছিল। আইপিও শেয়ারে বেশী প্রিমিয়াম দেওয়ার দুর্নাম থেকে নিজেদেরকে বাঁচাতে বিএসইসি পাবলিক ইস্যু রুলস ২০১৫ প্রণয়ন ও সংশোধন করে। এই প্রক্রিয়ায় বুক বিল্ডিং পদ্ধতিতে একমি ল্যাবরেটরিজ, আমরা নেটওয়ার্কস, আমান কটন, বসুন্ধরা পেপার মিলস, এস্কয়ার নিট কম্পোজিট, রানার অটো-মোবাইলস, এডিএন টেলিকম কোম্পানীগুলো পূঁজিবাজারে তালিকাভুক্ত হয়। সর্বশেষ ওয়ালটন হাইটেক ইন্ডাষ্ট্রিজ লিঃ কোম্পানিটি তালিকাভূক্ত হয়েছে।

বুক বিল্ডিং পদ্ধতিতে কাটঅফ প্রাইজ নির্ধারণের ক্ষেত্রে বিডিং প্রক্রিয়ায় প্রতিটি কোম্পানীতে ইতিপূর্বে যথেষ্ট অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এখানে ইস্যু ম্যানেজারগণ মুখ্য ভূমিকা পালন করছে। প্রতিটি কোম্পানীর বিডিং প্রক্রিয়ার ক্ষেত্রে ইস্যু ম্যানেজারের সহায়তায় কোম্পানীর কর্তৃপক্ষ ও কতিপয় দূর্নীতিবাজ ইলিজেব্যল ইনভেস্টররা পরস্পরের যোগসাজসের মাধ্যমে শেয়ারের উচ্চ মূল্য নির্ধারণ করেছে। বিএসইসি বুক বিল্ডিং পদ্ধতিতে সংশোধনী আনলেও এই অনিয়ম ও দূর্নীতি রোধ করতে পারেনি। শেয়ার দর অতিমূল্যায়িত হওয়ায় কোম্পানীগুলো লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হয়ে নিঃস্ব হয়েছে লক্ষ লক্ষ সাধারণ বিনিয়োগকারীরা। এর ফলে বাজারে অস্থিরতাও তৈরি হয়েছে।

বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানীগুলোর কাট অফ প্রাইজ ও শেয়ারের সর্ব নিম্ন বাজার মূল্য নিম্নে তুলে ধরা হলো- একমি ল্যাবরেটরিজ কাট অফ প্রাইজ ৮৫ টাকা ও সর্বনিম্ন দর ৫৪.২০ টাকা, আমরা নেটওয়ার্কস কাট অফ প্রাইজ ৩৯ টাকা ও সর্বনিম্ন দর ২৮.৩০ টাকা, আমান কটন ফাইবার লিমিটেড কাট অফ প্রাইজ ৪০ টাকা ও সর্বনিম্ন দর ১৬.০০ টাকা, বসুন্ধরা পেপার কাট অফ প্রাইজ ৮০ টাকা ও সর্বনিম্ন দর ৩৫.০০ টাকা, এস্কয়ার নিট কম্পোজিট কাট অফ প্রাইজ ৪৫ টাকা ও সর্বনিম্ন দর ১৮.৩০ টাকা, রানার অটোমোবাইলস কাট অফ প্রাইজ ৭৫ টাকা ও সর্বনিম্ন দর ৩৯.০০ টাকা এবং এডিএন টেলিকম কাট অফ প্রাইজ ৩০ টাকা ও সর্বনিম্ন দর ২৬.৮০ টাকা।

আরও বলা হয়েছে, এই কোম্পানীগুলোর মধ্যে আমরা নেটওয়ার্কস, আমান কটন, বসুন্ধরা পেপার, এস্কয়ার নিটকম্পোজিট এবং রানার অটোমোবাইলস কোম্পানীগুলোর বিডিং প্রক্রিয়ায় পরস্পর যোগ-সাজস, কারসাজি, দূর্নীতি ও অনিয়মের চিত্র তুলে ধরে বিডিং বাতিলের জন্য পূর্বের বিএসইসি এর চেয়ারম্যান বরাবর আমরা দরখাস্ত দিয়েছিলাম, কিন্তু কোন কাজ হয়নি। বরং এইসব কোম্পানীগুলোর কারণে পুঁজিবাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, পুঁজিবাজারে অস্থিরতা তৈরী হয়েছে এবং বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্থ হয়েছে। সর্বশেষ ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানীটি তালিকাভূক্ত হয়।

এখানে কতিপয় দূর্নীতিবাজ যোগ্য বিনিয়োগকারীরা অনিয়ম, কারসাজি ও দূর্নীতির মাধ্যমে পরস্পরের যোগ সাজসে কোম্পানীটিকে উচ্চমূল্য পাইয়ে দিয়েছে এবং কোম্পানীটির কাট অফ প্রাইজ ৩১৫ টাকা নির্ধারিত হয়েছে। আশ্চর্যের বিষয় যে, কোম্পানীটির সর্বোচ্চ বিডিং হয়েছিল ৭৬৫ টাকায়। সম্প্রতি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড, মীর আক্তার হোসেন লিমিটেড, বিএনও লুবরিকেন্টস বাংলাদেশ লিমিটেড, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিডিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখানেও ইস্যু ম্যানেজার ও কোম্পানীর কর্তৃপক্ষের সহায়তায় কতিপয় যোগ্য বিনিয়োগকারীরা পরস্পরের যোগসাজসে অযৌক্তিকভাবে শেয়ারের উচ্চমুল্য নির্ধারণ করেছে বলে অভিযোগ উঠেছে।

আপনার অবগতির জন্য যোগ্য বিনিয়োগকারীদের অযোগ্যতার কিছু চিত্র তুলে ধরছি। যেমন- ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিঃ-এর সর্বোচ্চ বিডিং প্রাইজ ৭৬৫ টাকা এবং সর্বনিম্ন ১২ টাকা, মীর আক্তার হোসেন লিমিটেড-এর সর্বোচ্চ বিডিং প্রাইজ ৯৮ টাকা এবং সর্বনিম্ন ১৪ টাকা, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সর্বোচ্চ বিডিং প্রাইজ ১১৪ টাকা এবং সর্বনিম্ন ১০০ টাকা। বিএনও লুব্রিকেন্ট কোম্পানী লিমিটেড এর সোর্বচ্চ বিডিং প্রাইজ ৬০ টাকা এবং সর্বনিম্ন বিডিং প্রাইজ ১৩ টাকা। এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড-এর সর্বোচ্চ বিডিং প্রাইজ ৮৫ টাকা এবং সর্বনিম্ন বিডিং প্রাইজ ১৬ টাকা। এই সকল অযোগ্য বিডারদের শাস্তির আওতায় আনার দাবী করছি।

আমরা লক্ষ্য করেছি যে, বুক বিল্ডিং পদ্ধতির দূর্বলতার কারণে কোম্পানী কর্তৃপক্ষ, ইস্যু ম্যানেজার ও কতিপয় দুর্নীতিবাজ যোগ্য বিনিয়োগকারীরা পরস্পর যোগ সাজসের মাধ্যমে কোম্পানীগুলোর শেয়ার দর অতি মূল্যায়িত করে বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্থ করেছে। বিএসইসি যেটা কোনভাবেই বোধ করতে পারছে না।

তাই সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতির কথা চিন্তা করে বুক বিল্ডিং পদ্ধতি বাতিল করে পূর্বের ন্যায় ফিক্সড প্রাইজ পদ্ধতিতে আইপিও অনুমোদনের দাবি জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদ।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১২:৩৬ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।