বৃহস্পতিবার ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেডারেশন কাপে আবাহনী-মোহামেডানের লড়াই হবে আগে!

বিবিএনিউজ.নেট   |   রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০   |   প্রিন্ট   |   347 বার পঠিত

ফেডারেশন কাপে আবাহনী-মোহামেডানের লড়াই হবে আগে!

করোনাভাইরাসের প্রভাবে গত ফুটবল মৌসুম শেষ হতে পারেনি। তবে এবার সেটি মেনে নিয়েই নতুন করে ফুটবল মৌসুম শুরু হতে যাচ্ছে। আগামী ২২ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে ফেডারেশন কাপ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভবনে যার লোগো উন্মোচন ও ড্র হয়ে গেলো রোববার। ড্র অনুযায়ী একই গ্রুপে (ডি) পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং!

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটা একটু আগে-ভাগেই দেখতে পাবেন সমর্থকরা। তাইতো মোহামেডান স্পোর্টিংয়ের অস্ট্রেলিয়ান কোচ শন লেন আবাহনীর নাম তুলতেই ম্যাচের আকর্ষণটা যেন আরও বেড়ে গেলো। লেন তো বলেই দিয়েছেন, ‘আমাদের গ্রুপে আগেই বড় পরীক্ষা হয়ে যাবে।’

‘ডি’ গ্রুপে অন্যতম দুই প্রধান দল ছাড়াও আছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। যদিও এই দলটির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আশাবাদী যে, শেষ পর্যন্ত একসময়ের জায়ান্টরা অংশ নেবে।

এছাড়া ‘এ’ গ্রুপে অবস্থান হয়েছে দুই ভাইয়ের দল-শেখ রাসেল ও শেখ জামাল। তাদের সঙ্গী বাংলাদেশ পুলিশ।

সাইফ স্পোর্টিং, আরামবাগ ক্রীড়া সংঘ, ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বারিধারার জায়গা হয়েছে গ্রুপ ‘বি’তে। এই গ্রুপটি শুধুমাত্র চার দল নিয়ে। যদিও শেষপর্যন্ত মুক্তিযোদ্ধা না খেললে তখন বারিধারা চলে যাবে ‘ডি’ গ্রুপে।

অস্কার ব্রুজনের দল বসুন্ধরা কিংস গ্রুপ পড়েছে ‘সি’তে। তাদের সঙ্গী চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস।

২২ ডিসেম্বর শুরু হতে যাওয়া প্রতিযোগিতার ফাইনাল হবে ৯ জানুয়ারি। এর আগের চার গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপদের নিয়ে হবে কোয়ার্টার ফাইনালের লড়াই। বিজয়ী চার দল মুখোমুখি হবে সেমিফাইনালে।

এক নজরে গ্রুপিং
গ্রুপ এ: শেখ রাসেল, শেখ জামাল ও বাংলাদেশ পুলিশ
গ্রুপ বি: সাইফ স্পোর্টিং ক্লাব, আরামবাগ, ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বারিধারা
গ্রুপ সি: বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ
গ্রুপ ডি: ঢাকা আবাহনী, মুক্তিযোদ্ধা কেসি ও ঢাকা মোহামেডান।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৪:২৯ অপরাহ্ণ | রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।