নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৪ মে ২০২৪ | প্রিন্ট | 67 বার পঠিত
কারখানা বন্ধের প্রতিবাদে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। রাস্তা অবরোধের কারণে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এই যানজটের প্রচন্ড গরমের মধ্যে সীমাহীন ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষজন।
শনিবার (৪ মে) সকাল সাড়ে ৮টা থেকে বিক্ষোভ শুরু করে পোশাক শ্রমিকরা।
বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক বলেন, বিনা নোটিশে বনানীর অ্যাপারেল ইন্ডাস্ট্রি লিমিটেড গার্মেন্টস বন্ধ করে দেওয়ায় সড়কে নেমে অবস্থান নিয়েছে প্রায় চারশ পোশাক শ্রমিক। সকাল সাড়ে আটটার দিকে তারা এই অবস্থান নেয়। এতে করে মহাখালী থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় সব সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
Posted ১২:৩৮ অপরাহ্ণ | শনিবার, ০৪ মে ২০২৪
bankbimaarthonity.com | rina sristy