শুক্রবার ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ

  |   রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   253 বার পঠিত

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ

একটি জাতীয় দৈনিকে এ মর্মে খর প্রকাশিত হয়েছে যে, ঢাকা নর্থ সিটি করপোরেশন(ডিএনসিসি) বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে। স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন মন্ত্রী মো তাজুল ইসলাম জানিয়েছেন, ইনসিনারেশন পদ্ধতিতে অর্থাৎ বর্র্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হলে যে পরিমাণ ময়লা আবর্জনার প্রয়োজন হবে তা যদি সরবরাহ করা যায় তাহলে শহরের ময়লা বা বর্জ্য সমস্যা আর থাকবে না। আমিন বাজারে ৪২ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন প্রকল্পটি স্থাপিত হবে। এ জন্য একটি চীনা কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কোম্পানিটি ১৮ মাসের মধ্যে প্রকল্পের নির্মাণ কাজ শেষ করবে। কোম্পানি নিজ দায়িত্বে প্লান্ট স্থাপন, রক্ষণাবেক্ষণও পরিচালনা করবে। প্রকল্প স্থাপনের জন্য ঢাকার আমিন বাজারে ৩০ একর জমি বরাদ্দ দেয়া হয়েছে। ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই প্রকল্পের জন্য প্রতিদিন ৩ হাজার মেট্রিক টন কঠিন বর্জ্য প্রয়োজন হবে। বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ এটাই প্রথম। যদিও অনেক দিন ধরেই এ ধরনের বিদ্যুৎ প্লান্ট নির্মাণের কথা শোনা যাচ্ছিল। ডিএনসিসি’র এই উদ্যোগ সফল হলে আগামীতে দেশের অন্যান্য শহরেও বর্জ্য বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়া হবে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের এই উদ্যোগ যে কোনো বিচারেই প্রশংসনীয়। কারণ বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা খুব একটা ভালো নয়। তাই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করা গেলে তা নির্মল পরিবেশ তৈরিতে অবদান রাখবে। একই সঙ্গে দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে কিছুটা হলেও অবদান রাখবে। আমরা এ ধরনের একটি চমৎকার উদ্যোগের সফলতা কামনা করছি।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৫:৪৬ অপরাহ্ণ | রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।