বিবিএ নিউজ.নেট | শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট | 229 বার পঠিত
বারাকা পাওয়ার লিমিটেডের ১৪ তম বার্ষিক সাধারণ সভা শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানির সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় সাধারণ সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন বারাকা পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী। তিনি বলেন, বারাকা গ্রুপ নিরবছিন্নভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে জাতীয় উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে আসছে। কো¤পানির ব্যবসায়িক সাফল্য, সুনাম ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন নতুন ব্যবসায় বিনিয়োগ করছে।
এ সময় বারাকা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদানসহ কোম্পানির বার্ষিক প্রতিবেদনের উপর আলোকপাত করেন।
বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১০ শতাংশ নগদ লভ্যাংশসহ অন্যান্য প্রস্তাব অনুমোদিত হয়। সাধারণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আহসানুল কবির, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী, পরিচালক গোলাম রব্বানী চৌধুরী, নান্নু কাজি মোহাম্মদ মিয়া, রবিন চৌধুরী, মনোনীত পরিচালক আফজাল রশিদ চৌধুরী, মো. সিরাজুল ইসলাম, মনজুর কাদির শাফি, স্বতন্ত্র পরিচালক আব্দুস্ এস মাজিদ, ড. জাকির হোসেন ও হেলাল আহমেদ চৌধুরী প্রমুখ।
Posted ২:২৭ অপরাহ্ণ | শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
bankbimaarthonity.com | rina sristy