নিজস্ব প্রতিবেদক: | শনিবার, ১২ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 79 বার পঠিত
বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি লেনদেন কমেছে দেশের শেয়ারবাজাররে। একই সঙ্গে উভয় শেয়ারবাজারে শেয়ারবাজারে বাজার মূলধন কমেছে।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, এক সপ্তাহে ব্যবধানে ডিএসইএক্স ৩২ দশমিক ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮৭ দশমিক ২৫ পয়েন্টে।
এছাড়া ডিএসই৩০ সূচক ৯ দশমিক ৫৯ পয়েন্ট এবং শরিয়াহ সূচক ডিএসইএস ৪ দশমিক ৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১৪২ দশমিক ৯৪ পয়েন্টে এবং ১ হাজার ৩৬৮ দশমিক শূন্য ৫ পয়েন্টে।
গত সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ৪০৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৫টির, দর কমেছে ১৪৪টির ও অপরিবর্তিত রয়েছে ২০৬টি কোম্পানির। লেনদন হয়নি ১৮টি কোম্পানির শেয়ার।
গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৭১ কোটি ৪১ লাখ টাকা। আগের সপ্তায় লেনদেন হয়েছিল ২ হাজার ৯৬৩ কোটি ৮৬ লাখ টাকা।
এই সময়ের ব্যবধানে লেনদেন কমেছে ৮৯২ কোটি ৪৫ লাখ টাকা বা ৩০ দশমিক ১১ শতাংশ।
ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪১৪ কোটি ২৮ লাখ টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৫৯২ কোটি ৭৭ লাখ টাকা।
গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারবাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭৫ হাজার ৪৯৯ কোটি ৪৭ লাখ টাকায়।
এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারবাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৮১ হাজার ৩৭০ কোটি ৫৩ লাখ টাকায়।
এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৫ হাজার ৮৭১ কোটি ৬ লাখ টাকা বা দশমিক ৭৫ পয়েন্ট।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে প্রধান সূচক সিএএসপিআই দশমিক ৪৮ শতাংশ কমে দাঁড়ায় ১৮ হাজার ৫৯৯ দশমিক ৭৫ পয়েন্টে।
এছাড়া সিএসই ৫০ সূচক দশমিক ১৯ শতাংশ, সিএসই৩০ সূচক দশমিক শূন্য ৬ শতাংশ, সিএসসিএক্স সূচক দশমিক ৪৭ শতাংশ, সিএসআই সূচক দশমিক ২৫ শতাংশ এবং সিএসই এসএমইএক্স ২ দশমিক ৩৮ শতাংশ কমে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ৩০৯ দশমিক শূন্য ২ পয়েন্টে, ১৩ হাজার ৩৪৮ দশমিক ৬৮ পয়েন্টে, ১১ হাজার ১১৯ দশমিক শূন্য ৬ পয়েন্টে, ১ হাজার ১৬৯ দশমিক ৩৬ পয়েন্টে এবং ২ হাজার ২৩৮ দশমিক ২৫ পয়েন্টে।
গত সপ্তাহে সিএসইতে ২৬০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৮টির, দর কমেছে ১২২টির ও অপরিবর্তিত রয়েছে ১১০টি কোম্পানির।
গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ৩৩ কোটি ১২ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬১ কোটি ৭২ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ২৮ কোটি ৬০ লাখ টাকা।
গত সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৫ হাজার ৮৪১ কোটি ৪১ লাখ টাকায়।
আগের সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৭১ হাজার ৬৪০ কোটি ৬০ লাখ টাকায়।
এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৫ হাজার ৭৯৯ কোটি ১৯ লাখ টাকা।
Posted ৫:১৩ অপরাহ্ণ | শনিবার, ১২ আগস্ট ২০২৩
bankbimaarthonity.com | saed khan