শুক্রবার ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিসিকের কর্মকাণ্ড আরো গতিশীল করতে পরিকল্পনামন্ত্রীর তাগিদ

বিবিএনিউজ.নেট   |   শনিবার, ১৯ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   412 বার পঠিত

বিসিকের কর্মকাণ্ড আরো গতিশীল করতে পরিকল্পনামন্ত্রীর তাগিদ

দেশের শিল্প উন্নয়নে বিসিকের অবদান অনেক। অনেক বড় শিল্পপ্রতিষ্ঠানের জন্ম হয়েছে বিসিকের শিল্পাঞ্চল থেকে। তবে কর্মসংস্থান বৃদ্ধি ও নতুন উদ্যোক্তা সৃষ্টিতে বিসিকের কর্মকাণ্ড আরো গতিশীল করতে হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

বৃহস্পতিবার উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটি মিলনায়তনে ‘বিসিকের নতুন কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ’ শীর্ষক ১৯ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

বিসিকের নতুন কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রত্যন্ত অঞ্চল আর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবন উন্নয়নে বিসিকের পদক্ষেপ নিতে হবে। এছাড়া বিসিককে গতিশীল করতে কর্মকর্তাদের আরো পরিশ্রমী এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার প্রতিও তাগিদ দেন মন্ত্রী।

বিসিকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. আবদুস ছালাম বলেন, ২০৩০ সালের মধ্যে বিসিকের মাধ্যমে ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে। তিনি জানান, বিসিক আইন-২০১৯ খসড়া তৈরি করা হয়েছে, এই আইন প্রণীত হলে বিসিকের কাজের গতি বাড়বে। এছাড়া সব জেলায় দক্ষতা উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে এবং কেমিক্যাল পার্কগুলো নগরীর বাইরে সরিয়ে নেয় হবে বলেও জানান তিনি।

সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ২৫ প্রশিক্ষণার্থীকে সনদ প্রদান করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সালাহউদ্দিন মাহমুদ, প্রিজম প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক ও শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মাহবুবুর রহমান, স্কিটির অধ্যক্ষ মো. শফিকুল আলম ও প্রিজম প্রকল্পের টিমলিডার আলী সাবেতসহ শিল্প মন্ত্রণালয়, বিসিক, স্কিটি ও প্রিজম প্রকল্পের কর্মকর্তারা।

মোট ৪টি ব্যাচে একশ কর্মকর্তাকে এ প্রশিক্ষণ দেবে বিসিক এবং প্রিজম প্রকল্প।

আরো পড়ুন : বিসিক কর্মকর্তাদের ১৯ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১০:৪৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ অক্টোবর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।