বিবিএনিউজ.নেট | বুধবার, ২২ মে ২০১৯ | প্রিন্ট | 580 বার পঠিত
তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশ হিসেবে বোনাস শেয়ার ঘোষণার ওপরে কড়াকড়ি আরোপ করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত ৬৮৭তম কমিশন সভায় এ কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নেয়া হয়।
কমিশন সভা শেষে বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান জানিয়েছেন, কমিশন এ বিষয়ে শিগগিরই একটি নোটিফিকেশন জারি করবে।
কমিশন সভার সিদ্ধান্তের বিষয়ে তিনি জানান, তালিকাভুক্ত কোম্পানি ব্যবসা সম্প্রসারণ, সুষমকরণ, আধুনিকীকরণ, পুনর্গঠন ও বিস্তার এবং কোম্পানির গুণগতমানের উন্নয়ন ইত্যাদি গুরুত্বপূর্ণ কারণ ছাড়া বোনাস শেয়ার ঘোষণা করতে পারবে না মর্মে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।
কমিশনের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে বোনাস শেয়ার ঘোষণার ক্ষেত্রে কোম্পানিকে মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশের সময় বোনাস শেয়ার ঘোষণার কারণ এবং এর বিপরীতে রক্ষিত অর্থ ব্যবহারের খাত উল্লেখ করতে হবে বলেও জানান বিএসইসির এই নির্বাহী পরিচালক।
Posted ১২:২৯ অপরাহ্ণ | বুধবার, ২২ মে ২০১৯
bankbimaarthonity.com | Sajeed