নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৩ জানুয়ারি ২০২১ | প্রিন্ট | 430 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বছরের প্রথম কার্যদিবসে রবিবার (০৩ জানুয়ারি) ৪১ কোম্পানির ১০০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো, এসএস স্টিল, ইস্টার্ন কেবলস, আমান কটন ফাইবার্স, এডিএন টেলিকম, অ্যাডভেন্ট ফার্মা, বারাকা পাওয়ার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বিডি ফিন্যান্স, বিডি থাই অ্যালুমিনিয়াম, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবল, বেক্সিমকো ফার্মা, ডিবিএইচ, ফাইন ফুডস, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্রামীণফোন, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, ইন্দোবাংলা ফার্মা, আইডিএলসি ফিন্যান্স, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, জেএমআই সিরিঞ্জ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, লংকাবাংলা ফিন্যান্স, লাফার্জহোলসিম, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, নিটল ইন্স্যুরেন্স, নুরানী ডাইং, ওরিয়ন ফার্মা, পিপলস ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, প্যারমাউন্ট টেক্সটাইল, রিং শাইন, রবি, এসকে ট্রিমস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্ট্যাইল ক্রাফট,ট্রাস্ট ব্যাংক ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিগুলোর ২ কোটি ৮ লাখ ৭৯ হাজার ৭২৩টি শেয়ার ১১৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৯৯ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৭২ কোটি ৮৮ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকোর। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ২ লাখ ৩১ হাজার টাকার এসএস স্টিলের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ১৯ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছি ইস্টার্ন কেবলসের।
এছাড়া আমান কটনের ১০ লাখ টাকার, এডিএন টেলিকমের ৭৯ লাখ ৩০ হাজার টাকার, অ্যাডভেন্ট ফার্মার ১০ লাখ ৫০ হাজার টাকার, বারাকা পাওয়ারের ২ কোটি ৫০ লাখ ২১ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ১১ লাখ ৭ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৫২ লাখ ৬৪ হাজার টাকার, বিডি থাইয়ের ১৫ লাখ ২৫ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৭ লাখ ৯৮ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ১ কোটি ৯৩ লাখ ৮১ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ১ কোটি ৪৫ লাখ ৬০ হাজার টাকার, বিডিএইচের ১১ লাখ ২০ হাজার টাকার, ফাইন ফুডসের ৫ লাখ ৬০ হাজার টাকার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৮ লাখ ৯৩ হাজার টাকার, গ্রামীণফোনের ১০ লাখ ৫০ হাজার টাকার, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৯৬ লাখ ৩৯ হাজার টাকার, ইন্দো-বাংলা ফার্মার ৭০ লাখ ২০ হাজার টাকার, আইডিএলসির ১৯ লাখ ৮০ হাজার টাকার, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬ লাখ ২০ হাজার টাকার, জেএমআই সিরিঞ্জের ৫ লাখ টাকার, খান ব্রাদার্সের ৬ লাখ টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ২৯ লাখ ৩৪ হাজার টাকার, লাফার্জহোলসিমের ১৮ লাখ ৪৮ হাজার টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১ কোটি ৪৬ লাখ ৪২ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ২৯ লাখ ৪৪ হাজার টাকার, নিটল ইন্স্যুরেন্সের ১ কোটি ৪৩ লাখ ১৬ হাজার টাকার, নুরানি ডাইংয়ের ৫ লাখ টাকার, ওরিয়ন ফার্মার ১০ লাখ ৪০ হাজার টাকার, পিপলস ইন্স্যুরেন্সের ১০ লাখ ৮০ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ১০ লাখ ৮ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ১৪ লাখ ৭৯ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১ কোটি ১৬ লাখ ৬০ হাজার টাকার, রিংশাইনের ৩৬ লাখ ৫৯ হাজার টাকার, রবির ১ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার টাকার, এসকে ট্রিমসের ৭০ লাখ ২ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৫ লাখ ৯০ হাজার টাকার, স্টাইলক্রাফটের ৫ লাখ ২৫ হাজার টাকার, ট্রাস্ট ব্যাংকের ৩২ লাখ ৪৭ হাজার টাকার এবং ওয়ালটনের ৩৭ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ৫:৩২ অপরাহ্ণ | রবিবার, ০৩ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | saed khan